ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

তড়তড়িয়ে হাতি উঠে পড়লো পাহাড়ের উপরে।   

সংবাদদাতা,মালবাজার

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০ ২১ ০৯ ১২  

লকডাউনের সময় কালে নানা অদ্ভুত ঘটনা ঘটছে ডুয়ার্স জুরে।  বর্তমানে লক ডাউনের কারনে সবাই গৃহ বন্দি। রাস্তাঘাট, নদী, জঙ্গল এলাকা মানুষের দেখা নেই।পরিবেশ পরিস্কার বাতাসে দুষন নেই।    তাই আপন মনে বন্য জন্তুরা বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ছে। কখনো রাস্তার ওপর ঘটনার পর ঘন্টা দারিয়ে পরছে হাতি , বাইসন। আবার কখনো  জঙ্গলের বিষধর কিংকোবড়া সাপ চলে আসছে লোকালয়ে।

আর এবার পাহাড়েই উঠে পরলো একটি বিরাট স্ত্রী হাতি। কালিম্পং জেলার মংপং জঙ্গলের  বক্ল টুতে এই ঘটনা । আর এতেই হিমসিম খেতে হচ্ছে বন কর্মিদের। 
খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে হাটিটির দেখভাল শুরু করেছে মালবাজার ওয়াইল্ড লাইফের বন কর্মি এবং মংপং বন কর্মিরা।  মংপং বন কর্মির বিট অভিসার কিষাণ ছেত্রী এবং মালবাজার ওয়াইল্ড লাইফের হাতি এক্সপার্ট নিতাই বিশ্বাস বলেন, গত দুদিন আগে জানা যায় এই স্ত্রী হাতিটি মংপং জঙ্গল ছিল। আজ  মংপং বস্তি হয়ে সোজা পাহাড়ে উঠে গেছে। মংপং চেক পোষ্ট থেকে প্রায় ৭ কিলো মিটার দূরে পাহাড়ের ওপরে রয়েছে হাতিটি। গত দুদিন ধরে বন কর্মিরা পাহারা দিচ্ছে হাতিটিকে। বন কর্মিরা জানিয়েছেন বর্তমানে সুস্থ্য আছে হাতিটি। পাহাড়ের ওপর খাবার এবং জল রয়েছে। তাই কোন অসুবিধা হচ্ছে না। অন্য দিকে সেবক সেতু থেকে দু কিলো মিটার দূর হবে যেখানে হাতিটি রয়েছে। দিন রাত এক করে হাতিটির ওপর নজর রেখে চলেছেন বন কর্মিরা। 
যত তাড়াতাড়ি সম্ভব এখন হাতিটিকে সমতলে নিয়ে আসাই এখন বড় চ্যালেঞ্জ বন কর্মিদের কাছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর